MON
মন
মন যদি চায় আকাশ বাতাস,
পাগলা বাদল দিন---
মনে করবেই হারিয়ে গিয়েছি--
বাজিয়ে সুরের বীণ--
মন চাইলেই প্রেমে পাগল-
স্বর্গ এখানেই--
মন বললেই বিদেশ পাড়ি--
কোনও চাপ নেই।
"মন মানেনা" যখন তখন
অবুঝ বড় এই মন--
খুঁজেছি সারা প্রিথিবি-জুড়ে-
এমন আর একটা মন--
মন এর কাছহে থাকবে তুমি,
জীবন ভর এর সাথি--
মন এর কথা বলব-
শুনতে তুমি রাজি???........................................