Wednesday, 22 January 2014

দিশেহারা

                 দিশেহারা

ভেঙ্গে ছিঁড়ে চৌচির 
জলোছ্বাস আর লন্ডভন্ড করা হাওয়া।
উড়িয়ে নিতে চায় আমার চার দেওয়াল 
আর একলা একাকিত্ব।
আমার confusion ,
আমার সমস্যা,
সব এখানে ওখানে 
জট পাকিয়ে , এলোমেলো ।
ভাবনার সুতো গুলো সব একটা করে hint চেয়ে চেয়ে ,
আরও ছড়িয়ে ছিটিয়ে ...।
চিন্তা-ভাবনা গুলো mobile , internet এর জালে আবদ্ধ ।
চলন্ত ছবি চোখে দেখি আর feel করি-
virtual এই ব্যাপার টায় 'মন' একটু নড়ে ।
মগজ দিবানিদ্রা যায়-
 ধৈর্য নেই, 
ভাবনা নেই, চিন্তা ও নেই ......
মনখারাপ ? ........................
সেও দিশেহারা ।।



3 comments: